সিলেট, স্টাফ রির্পোটার //
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) দুটি একাডেমিক ভবন ও একটি অডিটরিয়াম ভবন নির্মাণ’ শীর্ষক সমাপ্ত প্রকল্প পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্যাম্পাসে সরেজমিনে পরিদর্শন কালে পরিদর্শন দল প্রকল্পের ড্রইং, ডিজাইন, শিডিউল, দরপত্র আহবান, ঠিকাদার নিয়োগের নথিপত্র, প্রকল্পের হিসাব নিকাশ, অডিট রিপোর্টসহ ব্যাংক হিসাবের কপি এবং সকল প্রকার বিল ভাউচার পর্যালোচনা করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস্ বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, প্রধান প্রকৌশলী মোঃ কামাল হোসেন মোল্লা, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস্ বিভাগের সাবেক পরিচালক মোঃ সারফুদ্দিন, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূইয়া, অতিরিক্ত পরিচালক সুরাইয়া ফারহানা এবং সিনিয়র সহকারী পরিচালক মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইউজিসির পরিদর্শন কমিটির আহবায়ক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূইয়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তব্যে সিকৃবি ভিসি বলেন, প্রয়োজনীয় সহযোগিতা পেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় অনন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
প্রেস বিজ্ঞপ্তি
মতামত প্রদান করুন।