• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

আজ প্রয়াত সাংবাদিক জেড. এম শামসুল এর ৩য় মৃত্যুবার্ষিকী

admin
প্রকাশিত ২৪ জানুয়ারি, শুক্রবার, ২০২৫ ১৪:৪১:২৭
আজ প্রয়াত সাংবাদিক জেড. এম শামসুল এর ৩য় মৃত্যুবার্ষিকী

ছবি-সংগৃহীত।
সিলেট, স্টাফ রির্পোটার //


সিলেটের প্রবীণ সাংবাদিক ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সদস্য জেড. এম. শামসুল এর ৩য় মৃত্যু বার্ষিকী আজ। জেড. এম.শামসুল ৬৩ বছর বয়সে ২০২২ সালের ২৪ জানুয়ারীর আজকের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

সাংবাদিক জেড. এম. শামসুলের গ্রামের বাড়ি জকিগঞ্জের পশ্চিম খলাছড়া গ্রামে হলেও তিনি সিলেট শহরে থাকতেন একাই। তাঁর পরিবার থাকতেন বাড়িতেই। অত্যন্ত সাদাসিধে ও সদা হাস্যজ্জল লোক ছিলেন তিনি, মানুষের কল্যান কামনা করেছেন সারাজীবন।

জেড. এম. শামসুলের কর্ম:- জেড. এম. শামসুল ছিলেন সিলেট প্রেসক্লাবের এক অবিচ্ছেদ্য নাম। অত্যন্ত সহজ সরল সাদামাটা জীবনের অধিকারি। শামসুল দিনের অধিকাংশ সময় কাটাতেন সিলেট প্রেসক্লাবে। সিলেট প্রেসক্লাবকে তিনি নিজের বাড়ির মত আপন চোখে দেখতেন।

সংবাদ সম্মেলন অথবা সংবাদের ক্ষেত্রে কোন পরামর্শের জন্য যে কেউ ক্লাবে আসলে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। মাঝে মাঝে নিরব নির্জন প্রেসক্লাবে গেলে তাঁকেই দেখা যেতো বসে আছেন। কখনো কখনো সোফায় বিশ্রাম নিচ্ছেন। আবার কখনও আপন মনে সংবাদ লিখে যাচ্ছেন।

জীবন চিত্র-

একেবারে সহজ সরল সাদামাটা জীবনের অধিকারী জেড এম শামসুলের একটি বাইসাইকেল এবং একটা ডায়েরী ছিল তাঁর সঙ্গী। সাইকেলের পিছনের ক্যারিয়ারে থাকত তার ডায়েরী। সঙ্গে থাকতো একটি ছাতা। ব্যাস্হতম এই শহরে হাজারো যানবাহনের ভীড়ে জেড এম শামসুলের সেই বাই সাইকেল চুটে চলত এ গলি থেকে ও গলি।

সংবাদ সংগ্রহ করে ফিরে যেতেন সিলেট প্রেসক্লাবে। লিখতেন সংবাদ। সন্ধ্যা হলেই সারাদিনের সংবাদ নিয়ে হাজির হতেন তার কর্মস্হল “দৈনিক কাজির বাজার” পত্রিকা অফিসে। জড়িত ছিলেন ইংরেজি জাতীয় দৈনিক মর্নিংগ্লোরি পত্রিকার সিলেট প্রতিনিধি হিসেবেও। সাংবাদিকতার পাশাপাশি তিনি বাম দলের রাজনীতি ছিলো তার জীবন সঙ্গি।

চাওয়া পাওয়া-
জেড এম শামসুলের পরে সাংবাদিক জীবনে অনেকে পদার্পন করেন। তাকে দিয়ে অনেকে সংবাদ লিখিয়ে নিজের নামে চালিয়ে দিতেন। অথচ সিলেট প্রেসক্লাবে জেড এম শামসুল ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত সদস্য।

তাকে এ পদ থেকে আর উপরে উঠতে দেয়া হয়নি তার কারন হয়ত অর্থকড়ি কামানোর বুদ্ধিসুদ্ধি তার ছিলনা বা তার দারিদ্রতা অথবা সরলতা নিয়ে কেউ খেলা খেলেছেন।

একই ধরণের পেশায় থেকে অনেকে বড়লোক হয়ে যাওয়া, নতুন নতুন মডেলের দামি গাড়ি ক্রয় করা সবই শামসুলের চোখের সামনে। কিন্তু তিনি ছিলেন অবিচল, তার একটাই নেশা ছিল আর সেটা হল জনগনের কল্যানে সংবাদ তৈরী করা।

জান যায় তার সাংবাদিকতা জীবনে ভাল সংবাদ ছাড়া কখনও কাউকে কটাক্ষ করে এক লাইনও লিখেন নি। তবে অন্যরা তাকে দিয়ে সংবাদ তৈরী করে কামিয়েছেন টাকা। কারন সংবাদের মারপ্যাচ শামসুলের জানা ছিল।

যান্ত্রিক এই সিলেট নগরে ভাঙা বাইসাইকেল চালিয়ে সাংবাদিকতা করে যাওয়া সর্বশেষ ব্যাক্তি জেড এম শামসুল মৃত্যুর পূর্ব পর্যন্ত দৈনিক কাজিরবাজার ও জাতীয় দৈনিক মর্নিংগ্লোরি পএিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
মতামত জানান।