• ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উত্তর শ্যামলী ও হরিপুর নোয়াবাদে দেহ ব্যবসা, জনতার হাতে আটক ৫

admin
প্রকাশিত ২৫ জানুয়ারি, শনিবার, ২০২৫ ২৩:৫৪:০৮
উত্তর শ্যামলী ও হরিপুর নোয়াবাদে দেহ ব্যবসা, জনতার হাতে আটক ৫

প্রতীকী ছবি।
হবিগঞ্জ, স্টাফ রির্পোটার //


হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী ও হরিপুর নোয়াবাদে দেহ ব্যবসা জমে উঠেছে। একদল যুবক বিভিন্ন জেলা থেকে যুবতীদের এনে জনৈক সোহেলের বাড়িতে অবাধে এমন অপকর্ম করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। প্রতিবাদ করলেই মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেয়া হয়। তাদের এসব অসামাজিক কার্যকলাপের কারণে আবাসিক এলাকাগুলোর পরিবেশ নষ্ট হচ্ছে। বিপথে যাচ্ছে যুবসমাজ।

গতকাল শুক্রবার রাত ৯টার সময় হরিপুর এলাকার সোহেল মিয়ার বাড়িতে ঢাকার দুই কলগার্লসহ খদ্দের আমোদ ফূর্তি করতে যায়। স্থানীয় লোকজন বেবি, রুবি, বাড়ির মালিক সোহেল, খদ্দের কাসেম আলী ও সায়েল আহমেদকে আটক করে গণধোলাই দেয়। এ সময় তারা ভবিষ্যতে আর অসামাজিক কাজ করবেনা মর্মে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

এর আগেও সোহেল কলগার্ল ও খদ্দেরসহ একাধিকবার গ্রেফতার হয়। কিন্তু আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে আবারও এসব কাজ করে।

আপনাদের যে কোন মতামত সাদরে গ্রহণ করা হবে।