• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

চুনারুঘাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

admin
প্রকাশিত ২৫ জানুয়ারি, শনিবার, ২০২৫ ২৩:১৮:২১
চুনারুঘাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি //


হবিগঞ্জের চুনারুঘাট প্রেসক্লাবের ২০২৫-২৬ সালের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার বেলা ১১টায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন।

কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভায় যুগান্তরের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেনের সভাপতিত্ব করেন।আর সঞ্চালনা করেন সাজিদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান।

বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, হবিগঞ্জ জজ কোর্টের পিপি আব্দুল হাই, বিশিষ্ট সমাজসেবক এমএ মালেক জাপানী, ব্যবসায়ী নুরুল ইসলাম প্রমুখ।

নির্বাচনে দৈনিক তরফবার্তার প্রকাশক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীকে সভাপতি, দৈনিক আমার দেশ পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি সাজিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি মহিদ আহমদ চৌধুরী (আমাদের সময়), সহসভাপতি ইসমাঈল হোসেন বাচ্চু (এনটিভি), যুগ্ম সম্পাদক খন্দকার আলাউদ্দিন (দৈনিক খোলা কাগজ), সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান (নয়াদিগন্ত), কোষাধ্যক্ষ মোহাম্মদ সুমন (অধিকরণ), দপ্তর ও পাঠাগার সম্পাদক তোফাজ্জল মিয়া (দৈনিক বিজয়ের প্রতিধ্বনি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহজাহান মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল।

নির্বাহী সদস্যরা হলেন- মো. আলমগীর মিয়া (দৈনিক যুগান্তর), কামরুল ইসলাম (ইত্তেফাক), জামাল হোসেন লিটন (যায়যায়দিন), জুনায়েদ আহমেদ (ভোরের কাগজ), মো. জাহাঙ্গীর আলম (কালের কণ্ঠ), নুর উদ্দিন সুমন (সমকাল), শেখ হারুনুর রশিদ (সংগ্রাম) ও রায়হান আহমেদ (দৈনিক বাংলা)।

নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন।