শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দূর্গম পাহাড়ি এলাকার ঝড়ে পড়া শিক্ষার্থীর জন্য প্রতিষ্টিত সেতুবন্ধন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য ও লন্ডন প্রবাসী সংগঠক রেফুল মিয়া।
গতকাল শুক্রবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ, ছাতা ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক জেলা পরিষদের সদস্য মো: মশিউর রহমান রিপন এর সভাপতিত্বে সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থা সভাপতি ও লাংলীয়াছড়া সেতুবন্ধন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী মো:রেফুল মিয়াকে সংবর্ধনা দেয়া হয়।এ সময় রেফুল মিয়া জানান, শীঘ্রই বিদ্যালয়টি পাকাঘর করে দিবেন এবং শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ বিদ্যালয়ের আনুসাঙ্গিক উন্নয়ন করে দিবেন।
উল্লেখ্য শ্রীমঙ্গলের এই দূর্গম এলাকার ৩/৪ কিলোমিটারের মধ্যে কোন বিদ্যালয় না থাকায় এই এলাকার অধিকাংশ শিশুই ছিল লেখাপড়া বঞ্চিত। ২০১৯ সালে সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে রেফুল মিয়ার বিশেষ সহয়োগীতায় বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়। বর্তমানে বিদ্যালয়টি ৬০ জনের অধিক শিক্ষার্থী রয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়টি সরকারীকরণে সরকারের দৃষ্টি আর্কশন করেন প্রধান অতিথি।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.