প্রতীকী ছবি।
শায়েস্তাগঞ্জ থেকে ঘুরে এসে জুয়েল চৌধুরী, প্রতিনিধি হবিগঞ্জ //
শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘরসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠান। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজারের মুরগের হাট এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান- ওই এলাকার মকসুদ আলী নামে এক ব্যক্তির ল্যাপ তোষকের দোকান থেকে হঠাৎ করে আগুনের সুত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ছারদিকে। এসময় আগুনের লেলিহান শিখায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। এরপর একে একে একটি বসতঘরসহ আরো ৩টি ব্যবসা প্রতিষ্ঠানসহ বেশ কিছু মোরগ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুণ নিয়ন্ত্রনে আনে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস। যদিও স্থানীয়দের অভিযোগ ফায়ার সার্ভিসের সময় ক্ষেপনের কারণেই ৪টি স্থাপনা পুড়ে গেছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান মাসুক জানান- অগ্নিকান্ডের ঘটনায় ৪টি স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। তাদেরকে যদি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয় তাহলে তারা উপকৃত হবে। তবে কি থেকে আগুণের সুত্রপাত তা জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম দ্য ডেইলিমর্নিংসান'কে বলেন- তদন্তের পর আগুণের সুত্রপাত সম্পর্কে জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুণে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.