
মোঃ আব্দুল্লাহ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //
সিলেট তামাবিল হাইওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (২৭ জানুয়ারি ) রাত আনূমানিক সাড়ে ১১টার দিকে চিকনাগুল ইউনিয়ন সংলগ্ন উমনপুর নামক স্থানে।
নিহত মোটরসাইকেল আরোহী হলেন- ৫নং ফতেপুর ইউ/পি’র ৮নং ওয়ার্ডের হরিপুর গ্রামের বাসিন্দা মৃত খলিলুর রহমান ওরফে মরা ড্রাইভার এর ছোট ছেলে দুলাল আহমেদ (৪৫)। তিনি স্থানীয় এলাকার অতি পরিচিত মুখ ছিলেন। দীর্ঘদিন থেকে নোহা গাড়ি চালিয়ে আসছিলেন। এ ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, সোমবার রাতে কাজকর্ম শেষে নিজস্ব ব্যবহৃত পালসার মোটরসাইকেল নিয়ে দুলাল হরিপুর নিজ বাড়িতে ফিরছিলেন। একপর্যায় উমনপুর ট্রার্নিং সংলগ্ন এলাকায় পৌছালে দুর্ঘটনার শিকার হোন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। তবে স্থানীয়দের দাবি সেটা সড়ক দুর্ঘটনা না হত্যা বিষয়টি কেউ বলতে পারছেন না। কারন দুর্ঘটনা পতিত এলাকার রাস্তার পাশেই বেশ কিছু গাছের ফিল রক্ষিত রয়েছে।
দ্য ডেইলিমর্নিংসান’কে এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান দুর্ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে।
নিয়মিত সংবাদ পড়ুন, মতামত জানান।