শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদল কাকের আক্রমন থেকে রক্ষা পেয়েছে একটি লক্ষীপেঁচা।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে শহরের কলেজ রোডস্থ দেওয়ানবাড়ী মসজিদের একটি গাছে বসা লক্ষীপেঁচার উপর হামলে পড়ে একদল কাক। কাকগুলো লক্ষীপেঁচাটিকে ঠোকরিয়ে আহত করে। আহত লক্ষীপেঁচাটি গাছ থেকে মাটিতে লুটিয়ে পড়ে।
নামাজ শেষে ওই পথ দিয়েই যাচ্ছিলেন নজরুল ইসলাম নামের এক বৃদ্ধ মুসল্লী। আহত লক্ষীপেঁচাটি দেখে মাটি থেকে তুলে পাশের এক দোকানে নিয়ে আসেন।
সেখান থেকে জুনেদ নামের এক ব্যক্তি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব আহত লক্ষীপেঁচাটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, লম্বা পাখনা, ফ্যাকাশে ও হৃদয় আকৃতি মুখের গড়ন এবং বর্গাকৃতির লেজ প্রধান বিশিষ্ট এ লক্ষিপ্যাচার বৈজ্ঞানিক নাম টয়টো আলবা। এ প্রানীটি এক ধরনের পেঁচা প্রজাতির পক্ষীবিশেষ। এটি একটি নিশাচর প্রাণী।
উদ্ধারকৃত লক্ষীপেঁচাটিকে শ্রীমঙ্গন্থ বনবিভাগ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.