• ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সীমান্তে গুলি ও হত্যা বন্ধে ভারতকে তাগিদ দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

admin
প্রকাশিত ২৯ জানুয়ারি, বুধবার, ২০২৫ ১৮:৩৪:৩০
সীমান্তে গুলি ও হত্যা বন্ধে ভারতকে তাগিদ দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি-সংগৃহীত।
দ্য ডেইলিমর্নিংসান অনলাইন //


বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে সীমান্ত হত্যা এবং সীমান্তে গুলি চালানো বন্ধে ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে তাগিদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলি চালানো এবং সীমান্ত হত্যা বন্ধ করার বিষয়ে এই বৈঠকে কার্যকর আলোচনা হবে।”

এছাড়াও, ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত নয়াদিল্লীতে অনুষ্ঠিত সম্মেলনে ভারতের গণমাধ্যমে প্রচারিত অপপ্রচার বন্ধ করার বিষয়েও আলোচনা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “অসম চুক্তি সংশোধন বা বাতিলের বিষয়টি বিজিবি-বিএসএফ বৈঠকে আলোচনা করা হবে।”

মতামত জানান।