আন্তর্জাতিক ডেস্ক //
ইহুদিবাদী ইসরাইলের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘থার্ড আই’-এ ৩০ শতাংশ মালিকানা অর্জনের লক্ষ্যে ১০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এজ’ এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
এই চুক্তিকে ভবিষ্যৎ প্রতিরক্ষা প্রযুক্তির জন্য একটি “যুগান্তকারী পদক্ষেপ” বলে উল্লেখ করেছেন ‘থার্ড আই সিস্টেমস’-এর প্রধান নির্বাহী লিওর সেগাল।
তিনি বলেন, “এই প্রযুক্তিগত ও নিরাপত্তা অংশীদারিত্ব আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পণ্যগুলোর গুরুত্ব আরও সুস্পষ্ট করেছে। জাতীয় নিরাপত্তায় এর কার্যকারিতা প্রমাণিত হবে।”
থার্ড আই সিস্টেমস একটি ইসরাইলি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান, যা মানববিহীন ড্রোন ও আত্মঘাতী ড্রোন সনাক্তকরণের উন্নত প্রযুক্তি তৈরি করে থাকে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই এই চুক্তি কার্যকর হবে বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।
বিনিয়োগের শর্ত-
চুক্তির আওতায় এজ-এর মালিকানা থাকবে ৫১ শতাংশ, থার্ড আই-এর হাতে থাকবে ৪৩ শতাংশ, এবং বাকি ৬ শতাংশ তৃতীয় পক্ষের হাতে থাকবে।
২০২০ সালে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল সামরিক ও প্রতিরক্ষা খাতে ঘনিষ্ঠভাবে কাজ করছে। বিশেষজ্ঞদের মতে, এই বিনিয়োগ প্রতিরক্ষা প্রযুক্তিতে দুই দেশের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের ইঙ্গিত বহন করছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.