• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে পৌর বিএনপির মতবিনিময় সভা

admin
প্রকাশিত ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ২০:২৭:২৯
শ্রীমঙ্গলে পৌর বিএনপির মতবিনিময় সভা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

বৃহষ্পতিবার (৩০ জানুয়ারি) শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ রোটারি ক্লাবের হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম নাসের রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, আব্দুল মুকিত, বকশি মিছবাউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান, বিএনপি নেতা এম ইদ্রিস আলী প্রমুখ।

এসময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, নির্দিষ্ট সময় সীমার মধ্যে উপজেলা ও পৌর ইউনিয়ন কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে সঠিক নেতৃত্ব বের করে আসার নির্দেশনা দেন। বিগত দিনে ফ্যাসিষ্ট হাসিনার শাসনামলে যারা নির্যাতন ও মামলার শিকার হয়েছেন তারা যনো কমিটিতে অগ্রাধীকার পায়। আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করেছেন এ ধরণেন কেউ যেনো কোন কমিটিতে স্থান না পায় সেদিকে খেয়াল রাখতে নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন।

সবসময় সংবাদের সাথে যুক্ত থাকুন।