• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সফর, ১৪৪৭ হিজরি

সিলেটে ৩য় তলা থেকে পড়ে ভবন নির্মাণ শ্রমিকের মৃত্যু

admin
প্রকাশিত ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ২০:৫৪:১৬
সিলেটে ৩য় তলা থেকে পড়ে ভবন নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি।
এয়াপোর্ট (সিলেট) প্রতিনিধি //


সিলেটের এয়ারপোর্ট এলাকায় এক ভবন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ১২ তলা ভবনের ৩য় তলায় কাজ করছিলেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এয়ারপোর্ট বাইপাশ সংলগ্ন এলাকায় সকাল আনূমানিক দশটার দিকে।

নিহত শ্রমিক হলেন- মংলির পাড় এলাকার আসাদ আলীর ছেলে মোঃ রুবেল মিয়া (১৮)।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে তিনি ওই ভবন নির্মাণ কাজের সময় ৩য় তলা থেকে নিচে পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা শাকিল হোসেন সৌরভ এর সত্যতা নিশ্চিত করেন।

এবিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান বলেন, শ্রমিক নিহতের সংবাদ পেয়েছেন। হাসপাতালে পুলিশ যাচ্ছে।

সবসময় সংবাদের সাথে যুক্ত থাকুন।