• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে স্ত্রী-সন্তান ফিরে পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বারস্থ ভুক্তভোগী স্বামী

admin
প্রকাশিত ৩১ জানুয়ারি, শুক্রবার, ২০২৫ ২০:৩৫:৩৭
জৈন্তাপুরে স্ত্রী-সন্তান ফিরে পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বারস্থ ভুক্তভোগী স্বামী

মো: আব্দুল্লাহ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //


সিলেটের জৈন্তাপুরে স্ত্রী-সন্তান ফিরে পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বারস্থ হয়েছেন এক ভুক্তভোগী স্বামী। এনিয়ে গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেছেন ওই ভুক্তভোগী।

ভুক্তভোগী হলেন, উপজেলার ৫নং- ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের ধলাই মিয়ার ছেলে নজির আহমদ (৫২)।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘ প্রায় ২২ বছর পূর্বে জৈন্তাপুর নিজপাট ইউনিয়নের মজুমদার পাড়া গ্রামের মৃত-আহমদ আলীর মেয়ে মনিরুন নেছার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে দুই সন্তানের জনক হয়ে পারিবারিক ভাবে সুখের সংসার চালিয়ে আসছিলেন তিনি। কিন্তু সেই সাজানো সংসার এইভাবে এলোমেলো হয়ে যাবে কখনও তিনি ভেবে উটতে পারেন নি। অজ্ঞাত কারনেই বিগত আড়াইমাস পূর্বে পিত্রালয়ে যাওয়ার কথা বলে দুই সন্তান নিয়ে চম্পট দেন মনিরুন নেছা। এক ছেলে ও এক মেয়ে সহ স্ত্রীকে ঘরে ফেরাতে বারবার যোগাযোগ করলেও কোন কাজের কাজ হচ্ছেনা। উল্টো তাকে অশালিন ভাষায় গালিমন্দ ও বিবাহ বিচ্ছেদের হুমকি অব্যাহত রাখা হয়েছে।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেছেন, স্ত্রীর কতিপয় আত্মীয় স্বজনের কুমন্ত্রনায় পড়ে নাবালিকা মেয়ে মারজানা আক্তার লিজা ওরফে কলি (১৬)’কে বিবাহ দেওয়ার অপচেষ্টায় লিপ্ত। তাদের কুমন্ত্রনায় তার অনুপস্থিতিতে পুরো সংসার এখন তছনছ হয়ে যাচ্ছে। এর প্রতিকার দাবি করে তিনি স্ত্রী-সন্তানদের ফিরে পেতে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একখানা লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর সত্যতা জানতে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি একটি মিটিংয়ে আছি পরে কথা বলেন। তবে অফিসের সংশ্লিষ্ট শাখা সূত্রে অভিযোগ দাখিলের সত্যতা পাওয়া গেছে।

সবসময় সংবাদের সাথে যুক্ত থাকুন।