• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে নীলকণ্ঠ পাখি উদ্ধার

admin
প্রকাশিত ০১ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৫ ১৭:১৬:৫১
শ্রীমঙ্গলে নীলকণ্ঠ পাখি উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি নীলকণ্ঠ পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে শ্রীমঙ্গল উপজেলার সোনাছড়া চা বাগানের চন্দ নায়েক নামের এক গ্রাম পুলিশের বসতঘর থেকে নীলকণ্ঠ পাখিটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

তিনি জানান, রাত ১০টার দিকে নীলকণ্ঠ পাখিটি বাগানের বসবাসরত গ্রাম পুলিশ চন্দ নায়েকের ঘরে প্রবেশ করে। চন্দ নায়েকের ফোন পেয়ে পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপকে সঙ্গে নিয়ে পাখিটি উদ্ধার করি।

নীলকণ্ঠ পাখির (বৈজ্ঞানিক নাম: Coracias benghalensis) এটি একটি অতি পরিচিত পাখি। নীলকন্ঠ পাখি মাপে ৩১-৩৩ পর্যন্ত হয়ে থাকে। মাথার উপরে কিছুটা নীল রং থাকে এবং পালকের নিচের দিকে নীল হয়। তবে এই পাখিকে অনেকটা কলার মোচার মত দেখা যায়। এরা পোকা, কীটপতঙ্গ, ব্যাঙ, সাপের বাচ্চা, টিকটিকি, অ্যাঞ্জন, গিরগিটি ইত্যাদি খেয়ে থাকে।

পাখিটি শ্রীমঙ্গলস্থ বনবিভাগের ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম এর কাছে
হস্তান্তর করা হয়েছে।
মতামত জানান।