• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে লন্ডন প্রবাসী রিপন চৌধুরীর বিরুদ্ধে গুজব ছড়িয়ে দিচ্ছে প্রতারক চক্র!

admin
প্রকাশিত ০১ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৫ ১৬:৫৫:০০
সুনামগঞ্জে লন্ডন প্রবাসী রিপন চৌধুরীর বিরুদ্ধে গুজব ছড়িয়ে দিচ্ছে প্রতারক চক্র!

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি //


সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার লন্ডন প্রবাসী মাহবুবুর রাজা চৌধুরী রিপনের বিরুদ্ধে গুজব ছড়ানোর বিস্তর অভিযোগ পাওয়া গেছে। একটি অসাধু প্রতারক চক্র বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক সহ অনলাইন গণমাধ্যমে এই গুজব ছড়িয়ে দিচ্ছে। পাশাপাশি তাকে হেয় প্রতিপন্ন করতে আওয়ামী সরকারের দোসর হিসেবে আখ্যায়িত করার অপচেষ্টা চালাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, স্কুল জীবনে রিপন চৌধুরী ছাত্রদলের সঙ্গে জড়িয়ে পড়েন। পরে ছাতক ডিগ্রী কলেজের ছাত্রদলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য পদ লাভ করেন। ছাত্র রাজনীতির একপর্যায় তিনি লন্ডনে পাড়ি জমান। বর্তমানে তারা সেখানের নাগরীক হয়ে স্বপরিবারে লন্ডনে বসবাস করে আসছেন। সম্প্রতি তার বসতবাড়ি এলাকায় একদল চাঁদাবাজ ভূমি খেকো জালিয়াত প্রতারক চক্র অন্যায় ফায়দা লুটতে বিভিন্ন ফন্দি আটছে।

সরেজমিন ঘুরে জানা যায়, ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের অন্যতম দোসর মাহমুদুর রহমান শিপু ও তার চাচাতো ভাই মশিউর রহমান চৌধুরী কুটি গং- সন্ত্রাসীরা নিজেদের অপকর্ম ঢাকতে ওই লন্ডন প্রবাসীর বিরুদ্ধে একের পর এক উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা ছালিয়ে দিচ্ছে। শিপুর পিতা আতাউর রহমান ছিলেন তৎকালীন সময়ের একজন সরকারি কর্মকর্তা। অথচ প্রতারণার আশ্রয় নিয়ে পিতাকে মেজর উপাধি দিয়ে যা ইচ্ছে তা করে বেড়াচ্ছে।

অভিযোগ রয়েছে স্থানীয় এলাকার অনেককে প্রবাসে নেওয়ার কথা বলেও হাতিয়ে নিচ্ছে টাকাকড়ি। একেক সময় একেক পরিচয় দিয়ে এসব অপকর্মে সে লিপ্ত। সর্বশেষ লন্ডন প্রবাসী মাহবুবুর রাজা চৌধুরী রিপনের উপর নজর পড়ে তার। রিপন চৌধুরীর টিপসই দস্তগত জাল করে সুনামগঞ্জ জেলা আদালতে একটি মামলা রুজু করে। সেই জালিয়াতি কাগজে অনেক স্বাক্ষিদের স্বাক্ষরও নেওয়া হয়নি। গায়েবি স্বাক্ষ্য দ্বারা মোকদ্দমা সাজিয়ে রিপন চৌধুরীর কাছ থেকে বড়ো অংকের চাঁদা হাতিয়ে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা আদালতে চলমান রয়েছে।

এদিকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিপন চৌধুরীসহ তার কেয়ার টেকারদের হয়রানি করতে গাছপালা কেটে নেওয়া ও অগ্নিসংযোগের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেছে ওই প্রতারক চক্র। তারা তাদের নিজেদের ভূমির উপরে গাছপালা কেটে অগ্নিসংযোগ লাগিয়ে উল্টো জজমিয়া নাটক সাজিয়ে দোষ চাপানোর অপচেষ্টা করছে ওই লন্ডন প্রবাসীর উপর। এছাড়া সে ও তার পালা সন্ত্রাসী দুর্বৃত্ত বাহিনীরা ক্ষিপ্ত হয়ে লন্ডন প্রবাসীকে বেকায়দায় ফেলতে দৌড়ঝাঁপ দিচ্ছে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ কথিত কিছু অনলাইন গণমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে গুজব ছড়ানোর পায়তারায় লিপ্ত রয়েছে।

এবিষয়ে লন্ডন প্রবাসী মাহবুবুর রাজা রিপন চৌধুরীর মুঠোফোনে যোগযোগ করলে তিনি বলেন, শিপুর পিতা একজন ভালো মানুষ ছিলেন। তার বাবা সরকারি চাকরিজীবি হলেও মেজর ছিলেন না। মেজর উপাধি ব্যবহার করে প্রশাসনের বিভিন্ন মহলে নিজেদের জাহির করছে। এসময় তিনি বলেন, বড়ো অংকের চাঁদা হাতিয়ে নিতে না পেরে তার বিরুদ্ধে এরকম প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তিনি এর প্রতিকার দাবি করে বলেন, খুব শীঘ্রই এবিষয়ে আইনের দ্বারস্থ হবেন।

এব্যাপারে জানতে শিপুর মুঠোফোনে যোগাযোগ করলে তার মুঠোফোন বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন।