• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ফরিদপুরের ভাঙ্গায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় সজিব নামের এক ব্যক্তি গ্রেপ্তার

admin
প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৫ ১৬:৫৭:৪৪
ফরিদপুরের ভাঙ্গায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় সজিব নামের এক ব্যক্তি গ্রেপ্তার

ভাঙা (ফরিদপুর) প্রতিনিধি //


ফরিদপুর জেলার ভাঙা উপজেলার প্রতীমা ভাঙচুরের ঘটনায় সঞ্জিব বিশ্বাস নামের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সুপার এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে ভাঙা বাজারের হরিমন্দির ও কালীমন্দিরে কিছু প্রতীমা ভাঙচুরের খবর পায় পুলিশ। এর পর ঘটনাস্থলে পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত হন। সেসময় সঞ্জিব বিশ্বাস নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

বিশ্বাস বাংলা ও হিন্দি ভাষায় কথা বলেন এবং তিনি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ এ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/oJkzEvyK4sw?si=T5d9OWKIfGBnfZEb
মতামত জানান।