• ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রত্যেক সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার আহ্বান

admin
প্রকাশিত ০৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ১৫:০৭:২৩
প্রত্যেক সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার আহ্বান

দ্য ডেইলিমর্নিংসান অনলাইন //


প্রত্যেক সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জনবান্ধব সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে যুক্তরাজ্যের আদলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিএনপি গঠিত স্বাস্থ্য সংস্কার কমিটির সুপারিশ উপস্থাপন করা হয়। এতে গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ, স্বাস্থ্য কার্ড চালু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ ও ওষুধ রফতানি ৫ বিলিয়ন ডলারে উন্নীতকরণের প্রস্তাব দেওয়া হয়।

তিনি অভিযোগ করেন, দুর্নীতি ও অনিয়মের কারণে দেশের স্বাস্থ্যখাত ভেঙে পড়েছে, যার ফলে রোগীরা বিদেশমুখী হচ্ছে। চিকিৎসার মানোন্নয়নে সরকারকে সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে টেকসই সংস্কার প্রস্তাব গ্রহণের আহ্বান জানান তিনি।

মতামত জানান।