• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

তোফায়েল আহমেদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

admin
প্রকাশিত ০৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ০২:৪৭:৪২
তোফায়েল আহমেদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

প্রতিনিধি, ভোলা //


আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ভোলার গাজিপুর রোডের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ জনতা। বুধবার (৫ ফেব্রয়ারি) রাত পৌনে একটায় ওই বাসায় আগুন দেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই বাসায় আগুন জ্বলছিল।

প্রত্যক্ষদশীরা জানান, রাত সাড়ে ১২ টায় বিক্ষুদ্ধ জনতার একটি মিছিল গাজীপুর রোড যায়। এসময় মিছিলকারীরা গাজিপুর রোডের প্রিয় কুটির নামের তোফায়েল আহমেদের বাড়িতে হামলা ভাংচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। বিক্ষুদ্ধ জনতা তোফায়েল আহমেদের বাড়ির ভিতর থেকে আসবাবপত্র বাইরে এনে আগুন দিতে দেখা গেছে। এছাড়াও রাত ২ টা পর্যন্ত ওই বাড়িতে আগুন জ্বলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঐ সময় বাড়ির সামনের রাস্তাসহ এলাকায় বিক্ষুদ্ধ জনতা অবস্থান করে।

মতামত জানান।