• ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে চোরাই কমলা বহনকারী পাওয়ার টিলার চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

admin
প্রকাশিত ০৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ০৪:৪৮:৪৪
সিলেটে চোরাই কমলা বহনকারী পাওয়ার টিলার চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি //


সিলেটের গোয়াইনঘাটের হাজীপুর সীমান্তের চোরাই পথে আসা ভারতীয় কমলা (কেনু) বহনকারী পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গোয়াইনঘাট থানা পুলিশ পাওয়ার টিলার সহ চালককে গ্রেফতার করেছে।

জানা যায়, প্রতিদিন গোয়াইনঘাট থানা পুলিশকে ম্যনেজ করে উপজেলার হাজীপুর-প্রতাপপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে আসে হাজার হাজার ভারতীয় ফলবাহী পাওয়ার টিলার। এসব চোরাচালানের পণ্য আমদানির সময় শিশুরা প্রতিদিন পাওয়ার টিলারের পিছনে ছুটে বেড়ায়। এতে কোন না কোন শিশু আঘাতপ্রাপ্ত হয়।

গতকাল বুধবার বিকাল ৪ টার দিকে দ্রুতগামী অবৈধ পথে আসা ভারতীয় কমলা বোঝাই একটি পাওয়ার টিলার গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের চা-বাগান হয়ে ইসলামপুর (দুবাগ) গ্রামের শাহ্ আলম নামক এক ব্যক্তির মুদি দোকানের সামনে আসলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র মেহেদী হাসান (১২)’কে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

এদিকে সীমান্তের হাজীপুর ও ছোটখেল গ্রামের ফল ব্যবসায়িরা কালোটাকা নিয়ে অপরাধ দমনে মরিয়া হয়ে কাজ করছে। সংশ্লিষ্ট ভারতীয় ফল ব্যবসায়িদের উপর যাতে কোন মামলা না হয়! সে জন্য টাকা আর দালালদের মাধ্যমে নিকটস্থ থানায় তদবির করছেন ভারতীয় পণ্য পাচারকারী লাইনম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ।
তিনি আওয়ামী লীগ সরকারের আমলে থানা-পুলিশের নামে ভারতীয় অবৈধ পণ্য থেকে দৈনিক লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেছিলেন, তার বিরুদ্ধে ডজন ডজন নিউজ প্রকাশের পরেও কোনো আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ। বরং সন্ধ্যা নামলে তাকে নিয়ে আড্ডা জমায় পুলিশ। বর্তমানে গোয়াইনঘাট থানার ওসিকে ম্যনেজ করে চলছে তার পুরানো সেই জমজমাট ব্যবসা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ভারতীয় পণ্যের মালিকদের কাছ থেকে সে বড় অঙ্কের চাঁদা নিয়ে এই চাঞ্চল্যকর ঘটনাকে ধামাচাপা দিতে ওসি’র টেবিলে দৌড়ঝাঁপ দিচ্ছে। এছাড়া অভিযোগ রয়েছে বিভিন্ন ধরণের ভারতীয় পণ্য গোয়াইনঘাট উপজেলা সীমান্ত দিয়ে অবাধে ঢুকছে। বিনিময়ে ওসি’র লাইনম্যান আব্দুল্লাহ প্রত্যেকদিন কাড়ি কাড়ি টাকা চাঁদা তার হাতে তুলে দেন।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা ও পুলিশের লাইনম্যান আব্দুল্লার সাথে যোগাযোগ করলে তিনি তার শশুর বাড়ি কুমিল্লায় আছেন বলে জানিয়ে বিষয়টি এড়িয়ে যান।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার মো.তোফায়েল এর সাথে যোগযোগ করলে তিনি শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পাওয়ার টিলার সহ চালককে গ্রেফতার করে এবং মৃত শিশুর মরদেহ সিওমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এসময় তিনি চাঁদা আদায়ের বিষয়টি এড়িয়ে যান।

আপনাদের যে কোন মতামত পেশ করুন।