প্রতিনিধি, সিলেট //
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্ররা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন।
বুধবার রাত ১০টার দিকে বন্দরবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্ররা বিক্ষোভ সমাবেশ করেন। পরে তারা বিক্ষোভ মিছিল সহ বুলডোজার নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান।
এসময় প্রধান ফটক বন্ধ থাকায় প্রথমে তারা ভেতরে ঢুকতে বাধাপ্রাপ্ত হন। পরে তারা তালা খুলে ভেতরে প্রবেশ করেন। শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন।
এসময় শিক্ষার্থীদের ‘মুজিববাদের আস্তানা, গুড়িয়ে দাও-গুড়িয়ে দাও’, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ এরকম স্লোগান দিতে শুনা যায়।
এর আগে তাওহিদী জনতার ব্যানারে ম্যুরালটি অপসারণের দাবিতে সমাবেশ করেন তারা।
গত ক’দিন যাবত ম্যুরাল অপসারনের দাবী জানানোর এক পর্যায়ে গত ৩০ জানুয়ারি রাতে মুর্যালটি একদফা ভাঙচুর করা হয়। সর্বশেষ বুধবার রাতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ম্যুরালটি গুড়িয়ে দেন।
সবসময় সংবাদের সাথে যুক্ত থাকুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.