• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে সারীঘাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

admin
প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি, শুক্রবার, ২০২৫ ০১:২৭:৪৩
জৈন্তাপুরে সারীঘাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //


‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ এই স্লোগানকে সামনে রেখে আলোকিত মানুষ গড়ার প্রতিশ্রুতি নিয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী সারিঘাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে স্কুল প্রাঙ্গণ মাঠে সারীঘাট উচ্চ বিদয়ালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ ও মুহিবুর রহমানের যৌথ পরিচালনায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১নং নিজপাঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক ও ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভািজার আজিজুল হক খোকন, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, খাজার মুকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জালাল উদ্দীন, বিয়াম কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল,ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি,জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার মনির উদ্দিন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মুরসালিন রুহেল, জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্য মো: তোফায়েল আহমেদ, মো: আব্দুল্লাহ, মুরাদ হাসান, সাজ উদ্দিন সাজুসহ এলাকার বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী, এবং অভিভাবক বৃন্দ ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, মশাল এবং ডিসপ্লেতে উপভোগ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ এবং কলেজের শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক।

এই ক্রীড়া প্রতিযোগিতায় ১৫টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘যেমন খুশি তেমন সাজো এবং সামাজিক কৌতুক, ডিসপ্লে’র মধ্য দিয়ে অনুষ্ঠানটির বিশেষ উপভোগ্য ছিল আকর্ষণীয় ।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ ।

এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। কলেজের গৌরবজনক ইতিহাসে নতুনমাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে।

স্কুল মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছে।

মতামত জানান।