মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি //
ময়মনসিংহের মুক্তাগাছায় ড্রাম ট্রাকচাপায় পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। শনিবার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছার সত্রাসিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এএসআইয়ের নাম মো. রুস্তম আলী (৪০)। তিনি মুক্তাগাছা থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সড়াইল উপজেলার কালিকচ্চ গ্রামে।
মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, শনিবার বিকেলে উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা এলাকা থেকে মোটরসাইকেলে ফিরছিলেন এএসআই রুস্তম আলী। পথে সত্রাসিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
সবসময় সংবাদের সাথে যুক্ত থাকুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.