প্রতিনিধি বেরোবি //
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ( বেরোবি) মেয়েদের আবাসিক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে নতুন নাম ‘শহীদ ফেলানী হল’ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও ছাত্রদের অন্য একটি আবাসিক হলের নাম ‘বিজয় ২৪ হল’ করা হয়েছে। যার পূর্ব নাম ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
এসময় উপাচার্য জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের অবদানকে স্মরণীয় করে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতি বছর ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে, তবে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে। উপাচার্য তাঁর বক্তব্যে এই দিবসটি জাতীয় পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালনের আহবান জানান। উপাচার্য আরো বলেন, জুলাই আন্দোলনে বেরোবির আহত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ আবু সাঈদের নামে ৭ দিনব্যাপী বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে সিন্ডিকেট সভায় অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.