মৌলভীবাজার, স্টাফ রির্পোটার //
মৌলভীবাজারে জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার যুব বিভাগের সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ফ্যাসিবাদের সমস্ত চিহ্নকে এই জাতি নিশ্চিহ্ন করে দিবে।
তিনি বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতি জেগে উঠেছে। যেখান থেকে ফ্যাসিবাদের জন্ম হয়েছে, লালন হয়েছে, ফ্যাসিবাদ যেখানে এই জাতিকে ধ্বংস করেছে তার সবগুলো স্মৃতি চিহ্ন জাতি নিশ্চিহ্ন করে দিবে ইনশাআল্লাহ।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার যুব বিভাগের আয়োজনে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আজ জাতি ঐক্যের মাধ্যমে প্রমাণ করেছে ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক, যত আক্রমাণত্বক হোক, যত খুন আর গুম করুকনা কেন জামায়েত ইসলামাকে শেষ করা সম্ভব না।
তিনি আরও বলেন বাঙ্গালী জাতি যখন জেগে উঠে তখন আর তাদের কেউ দমাতে পারে না।
যুব বিভাগ মৌলভীবাজার জেলার সভাপতি মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ও কুলাউড়া সংসদীয় আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী, সাবেক জেলা আমীর রাজনগর ও মৌলভীবাজার সদর আসনের প্রার্থী মো: আব্দুল মান্নান, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মো. ইয়ামীর আলী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মৌলভীবাজার—১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহিন ও যুব বিভাগ মৌলভীবাজার জেলার সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ।
প্রধান অতিথি আরো বলেন, ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশকে একটি নিয়মতান্ত্রিক বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের দিকে নিয়ে গেছে। বাংলাদেশের অর্থনীতি, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, জাতীয় সমস্ত প্রতিষ্ঠান, ছাত্রসমাজ ও যুবসমাজ থেকে প্রত্যেকটি সেক্টরকে ধ্বংসের চুড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। প্রতি বছর তারা বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করেছে। টাকার হিসেবে যা ২৮ হাজার কোটি টাকার উপরে। এই দেশের সমস্ত সম্পদকে লুটপাট করে দলীয়ভাবে তারা সম্পদের পাহাড় গড়েছে। নেতারা বলেন, এই ফ্যাসিবাদকে দেশীয় ও আন্তর্জাতিকভাবে মোকাবেলা করতে হবে।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.