• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

বাইক্কাবিল পরিদর্শনে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

admin
প্রকাশিত ০৮ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৫ ২২:২০:৫৭
বাইক্কাবিল পরিদর্শনে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৌলভীবাজার, স্টাফ রির্পোটার //


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার মৌলভীবাজারের শ্রীমঙ্গল মৎস্য অভয়াশ্রম পরিদর্শনে আসছেন। পরিদর্শনকালে তিনি মৎস্য অভয়াশ্রমের উপকারভোগীদের সাথে মতবিনিময় করবেন।

রোববার (৯ ফ্রেব্রুয়ারি) সকাল ১০টায় সৎস্য ও প্রাণি মন্ত্রণালয়ের উপদেষ্টা শ্রীমঙ্গল বাইক্কাবিল মৎস্য অভয়াশ্রম পরিদর্শন করবেন। পরে তিনি সকাল সাড়ে ১০টায় হাজীপুর এলাকার বাইক্কাবিলের উপকারভোগীদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে।

এসময় সৎস্য ও প্রানি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. আবু নঈম মোহাম্মদ আব্দুছ ছবুর, মৎস্য অধিশাখার যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসি, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর, সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান উপস্থিত থাকবেন বলে উপদেষ্টার সফরসূচি থেকে জানা গেছে।

মতামত জানান।