প্রতীকী ছবি।
প্রতিনিধি গাজীপুর //
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি মেট্রো থানার বাইমাইল এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী মৌ আক্তারকে গলাকেটে হত্যার পর স্বামী সোহাগ হোসেন আত্মহত্যা করেছেন। খবর পেয়ে আজ শনিবার বিকেল ৪টার দিকে বাইমাইল এলাকায় ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোহাগ সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার ধাপ তেতুলিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং মৌ আক্তার বৃষ্টি একই জেলার সান্দুরিয়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে। তারা বাইমাইল মধ্যপাড়া কাদের মার্কেট এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন।
বাড়ির মালিকের ছেলে দেওয়ান মোহাম্মদ রাসেল বলেন, সকাল থেকে সোহাগ-মৌ দম্পতির ঘরের দরজা বন্ধ দেখেন বাড়ির অন্য ভাড়াটিয়ারা। এ সময় অনেকবার ডাকাডাকি করলেও তারা দরজা খোলেননি। বিকেলে আবারো দরোজার সামনে গিয়ে ডাকাডাকি করা হলে তা ভেতর থেকে বন্ধ দেখা যায়। পরে ৯৯৯-এ কল করা হয়। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। তখন ঘরের মেঝেতে গৃহবধূ মৌয়ের মরদেহ এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় সোহাগকে ঝুলতে দেখে পুলিশ।
মৌ আক্তার চাচা রতন মিয়া বলেন, দুই বছর আগে সোহাগ-মৌ এর পারিবারিকভাবে বিয়ে হয়। মৌ সিরাজগঞ্জ সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করত। তার স্বামী সোহাগ কোনাবাড়ীতে একটি এনজিওতে চাকরি করত। চলতি মাসের ১ তারিখে তারা ভাড়া বাসায় উঠে। এমন ঘটনা কেন ঘটাল বুঝতে পারছি না।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি নজরুল ইসলাম জানান, ৯৯৯ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে। প্রথমে স্ত্রীকে হত্যা করে, পরে স্বামী আত্মহত্যা করেছে।
নিয়মিত সংবাদ পড়ুন ও মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.