• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়: প্রধান উপদেষ্টা

admin
প্রকাশিত ১০ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৫ ২২:৩৬:৪৩
বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়: প্রধান উপদেষ্টা

দ্য ডেইলিমর্নিংসান অনলাইন //


প্রধান উপদেষ্টা বলেন, সব সময় ভাবি, যাদের কারণে এবং যাদের ত্যাগের বিনিময়ে আমরা দেশটাকে নতুন বাংলাদেশ বলার সাহস করছি, তাদের এই ত্যাগ কোনো নিক্তি দিয়ে মাপা যাবে না। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের ইতিহাসের স্রষ্টা হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘আপনারা জীবন্ত ইতিহাস। মনের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা।

যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না, সে জাতি জাতি হিসেবে গড়ে ওঠে না। এই স্বীকৃতি প্রদানের মাধ্যমে জাতির পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

শহীদ পরিবার ও আহতদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ থেকে তারা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন এটি হলো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। এর বাইরেও আপনাদের দায়িত্ব সমাজের সবাইকে গ্রহণ করতে হবে।’

সব হত্যাকাণ্ড ও গুম-খুনের বিচার হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়।

সংবাদ পড়ুন, মতামত জানান।