
সিলেট প্রতিনিধি //
সিলেটে পাথর বোঝাই ট্রাকের নিচে লুকিয়ে পাচারকালে ৩০৮ বস্তা চিনি উদ্ধারসহ দুই জনকে আটক করেছে শাহপরাণ (রহ.) মাজার তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ি। এ সময় চোরাচালান কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে একটি ট্রাক তল্লাশি চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে একটি ট্রাককে সংকেত দেওয়া হলে ট্রাকটি থামে। ট্রাকচালক ও তার সঙ্গীর কথাবার্তা ও আচরণ সন্দেহজনক হওয়ায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ট্রাকটি তল্লাশি করা হয়। এসময় পাথর বোঝাই ট্রাকের নিচে সাদা পলিথিন দিয়ে আবৃত ভারতীয় চিনি ৩০৮ বস্তা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১৮ লক্ষ ১১ হাজার ৪০ টাকা। এছাড়া জব্দ করা ট্রাকের মূল্য ৩০ লক্ষ টাকা বলে জানায় পুলিশ।
আটকরা হলেন, সিলেট জেলার জৈন্তাপুর থানার ডুপি এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে মো. কবির আহমেদ (৩২) ও একই এলাকার মো. চান মিয়ার ছেলে মো. শাকিল আহমেদ (১৯)।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়েরের মাধ্যমে আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন।