• ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ডেভিল হান্ট অভিযানে দেশে ২৪ ঘন্টায় ৬০৭ জন গ্রেপ্তার

admin
প্রকাশিত ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ২২:৩০:২৯
ডেভিল হান্ট অভিযানে দেশে ২৪ ঘন্টায় ৬০৭ জন গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদক //


অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬০৭ জনসহ মোট এক হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ সদরদপ্তর থেকে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৭৭৫ জনকে।

অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ২টি পিস্তল, ১টি এলজি, ১টি ওয়ান শুটারগান, ১টি পাইপগান, ২ রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, ২টি চাপাতি, ৬টি রামদা, ১৩টি চাকু, ২টি কুড়াল, ১টি করাত, ৩টি হাতুড়ি ও ২টি করে প্লাস, বাটাল, লাঠি উদ্ধার করা হয়েছে।

মতামত ব্যক্ত করুন।