মৌলভীবাজার, স্টাফ রির্পোটার //
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে দেশব্যাপী চলা অপারেশন ডেভিল হান্ট মৌলভীবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন ৪৪ জন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর হোসেন।
পুলিশ জানায়, গত দুইদিনে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি করুণাময় দেব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, তালিমপুর আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ফয়জুর রহমান, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাধাকান্ত দাস, কুলাউড়া উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমেদ, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুন নূর ও কালাপুর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সহ সভাপতি নাসিমুর রহমান মাশরাফি। এ ছাড়াও গ্রেপ্তার বাকিরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.