• ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেটে ১৩ পুলিশ সদস্য প্রত্যাহার

admin
প্রকাশিত ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ২১:১৪:৫৮
সিলেটে ১৩ পুলিশ সদস্য প্রত্যাহার

সিলেট প্রতিনিধি //


সিলেটে অনিয়ম দুর্নীতির দায় জেলা পুলিশের ১৩ পুলিশ সদস্যকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। পরে তাদের সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। তারা কোম্পানীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। এরমধ্যে দুইজন এসআই, দুইজন এএসআই ও ৯জন কনস্টেবল রয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে প্রত্যাহার করা হয়।

জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলার কেটে পাথর উত্তোলন শুরু করে স্থানীয়রা। টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে উঠে কোম্পানীগঞ্জ থানার কিছু পুলিশ সদস্যের। এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে বিভিন্ন গনমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর তাদেরকে প্রত্যাহার করে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহারকৃতরা হলেন- এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন, ও কিপেস চন্দ্র রায়।

এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন আপাতত তাদেরকে অন্য কোন কর্মস্থলে দেওয়া হবেনা। তদন্তের পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিয়মিত সংবাদ পড়ুন, মতামত ব্যক্ত করুন।