• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সীমান্তে বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত

admin
প্রকাশিত ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ২১:৩৪:২২
সীমান্তে বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক //


ভারতের জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে ভয়াবহ আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে দুই ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখে,”হোয়াইট নাইট কর্পস স্যালুট এবং দুই বীর সেনার সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।”

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সৈন্যরা লাইন অফ কন্ট্রোল (এলওসি) সংলগ্ন এলাকায় বেড়া টহল দেওয়ার সময় বিস্ফোরণের শিকার হন। হামলার পর সেনারা অঞ্চলটি ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে।

এদিকে, কাশ্মীরে সহিংসতা বাড়ছে। এর মাত্র একদিন আগে, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজৌরি জেলার নওশেরা সেক্টরে সীমান্ত রেখা বরাবর গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে এক ভারতীয় সেনা গুরুতর আহত হন।

সামরিক সূত্রে জানা যায়, তিনি একটি ফরোয়ার্ড পোস্টে অবস্থান করছিলেন, তখনই সন্ত্রাসীরা গোপন হামলা চালায়। আহত সেনাকে দ্রুত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে, ৮ ফেব্রুয়ারি কেরি সেক্টরে সন্দেহভাজন সশস্ত্র অনুপ্রবেশকারীরা এলওসি পার হওয়ার চেষ্টা করলে ভারতীয় বাহিনীর সঙ্গে গুলিবিনিময় হয়। ভারতীয় মিডিয়ার দাবি, হামলাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার অপেক্ষায় ছিল। একের পর এক হামলায় কাশ্মীর অঞ্চলের উত্তেজনা তীব্র আকার ধারণ করছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্র:https://tinyurl.com/4b6b2698

মতামত জানান।