• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

হাসিনা সরকার পতনে সহিংসতা ছিলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

admin
প্রকাশিত ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ২১:৪৫:১৬
হাসিনা সরকার পতনে সহিংসতা ছিলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

ছবি-সংগৃহীত।
অনলাইন ডেস্ক //


বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলে সহিংসতার ঘটনা ঘটেছে। মানবাধিকার সংস্থা অধিকার তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, এসব সহিংসতার বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকার পতনের পর এক হাজার ৪১৫টি হামলার অভিযোগ উঠেছে, যার মধ্যে ৯৮.৪ শতাংশ রাজনৈতিক কারণে এবং ১.৫৯ শতাংশ সাম্প্রদায়িক কারণে সংঘটিত হয়েছে। এছাড়া, কিছু এলাকায় মুসলিম সম্প্রদায়ের মাজারেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

অধিকারের তথ্যমতে, এ পর্যন্ত ৮৮টি মামলা দায়ের করা হয়েছে এবং ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৮৩৪ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই আন্দোলনকারী ছাত্র ও শ্রমিক। এ ছাড়া, ৪৪ জন পুলিশ সদস্য, ১৮ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার, ২০ জন গুমের শিকার এবং ৮৩ জন কারাগারে নিহত হয়েছেন।

প্রতিবেদন অনুসারে, গণঅভ্যুত্থানের সময় ১৩৫ জন সাংবাদিক হামলার শিকার হন, ২৭ জন লাঞ্ছিত হন এবং ৫ জন নিহত হন। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

অধিকার তাদের প্রতিবেদনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার সুপারিশ করেছে। এছাড়া, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিকদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত করা এবং নিবর্তনমূলক আইন বাতিলের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সূত্র : https://dailyamardesh.com/national/amdt6uhaezcxy

মতামত দিন।