• ২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাত্র জনতার ওপর হামলাকারী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোবারক এখনও প্রকাশ্যে!

admin
প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ১৪:১৭:১৮
ছাত্র জনতার ওপর হামলাকারী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোবারক এখনও প্রকাশ্যে!

স্টাফ রির্পোটার, হবিগঞ্জ //


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট লোকবল নিয়ে দেশীয় অস্ত্র সহকারে ছাত্র-জনতার ওপর হামলাকারী আজমিরিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল হোসেন মোবারক এখনও প্রকাশ্যে ঘুরছেন। অথচ তাকে শুধুমাত্র একটি মামলায় আসামি করায় চলছে সমালোচনা।

জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে সুসংগঠিত করতে আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে তিনি গোপন মিটিং করে যাচ্ছেন। এমনকি তিনি লিফলেট বিতরণ করে জনমত সৃষ্টির পায়তারা করছেন। তিনি প্রকাশ্যে ঘুরলেও রহস্যজন কারণে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। যেকোনো সময় আজমিরীগঞ্জ উপজেলায় বড় ধরনের গণজমায়েত করতে বিশৃঙ্কলা তৈরি করতে পারেন বলে ধারণা অনেকের। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মতামত জানান।