আন্তর্জাতিক ডেস্ক //
কিছুদিন ধরেই গুঞ্জন চলছে বাংলাদেশ এবং পাকিস্তান মিলে চীনের প্রত্যক্ষ সহযোগিতায় আলাদা জোট গঠন করতে যাচ্ছে। টি আর টি এর প্রতিবেদন অনুসারে বাংলাদেশ এবং পাকিস্তান বর্তমানে নতুন একটি সার্ক গঠনের আলোচনা চালাচ্ছে। যেখানে নেতৃত্ব দেবে চীন। এই জোটের মূল উদ্দেশ্য দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যকে বাতিল করে নতুন পরাশক্তি তৈরি করা। নতুন জোটের ব্যাপারে বাংলাদেশ এবং পাকিস্তান নিয়মিত আলোচনা করে যাচ্ছে। যেখানে আড়াল থেকে নেতৃত্ব দিচ্ছে চীন। এই জোট সফল হলে অর্থনৈতিকভাবে হুমকির মুখোমুখি দাঁড়াবে ভারত।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত আয়তন এবং শক্তিতে যথেষ্ট বড় হলেও কোন প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রক্ষা করতে পারেনি। সীমানার পাশের প্রতিটি দেশের সাথে তাদের সাপে নেউলে সম্পর্ক। একমাত্র বাংলাদেশের সাথে তাদের নামমাত্র সুসম্পর্ক ছিল, যেটা মূলত শেখ হাসিনার ইচ্ছায়। যে কারণে সবগুলো দেশি তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এমনকি ছোট্ট দেশ ভুটান এবং নেপাল তাদের কর্তৃত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। ভারতের বন্ধুর কোটা এখন শূন্যের কাছাকাছি।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.