• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সফর, ১৪৪৭ হিজরি

হাসিনাকে ফেরত আনতে প্রয়োজনীয় সব কাগজপত্র দেওয়া হয়েছে: মুখপাত্র রফিকুল

admin
প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ১৯:২৪:২৪
হাসিনাকে ফেরত আনতে প্রয়োজনীয় সব কাগজপত্র দেওয়া হয়েছে: মুখপাত্র রফিকুল

ঢাকা //


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে ভারতকে বাংলাদেশ যে নোট ভারবাল দিয়েছিল সেখানে বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় সব কাগজপত্র দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে এ কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো জবাব দেওয়া হয়নি বলেও জানান তিনি।

সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন বাংলাদেশ ভারতকে দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ প্রতিবেদন বাংলাদেশের জন্য দেওয়া হয়েছে এবং এটি প্রকাশ্যেই আছে।

মতামত জানান।