• ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিট পুলিশিং সভা

admin
প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৫ ১৫:৩১:০৭
শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিট পুলিশিং সভা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার আয়োজনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।

এসময় মাদক নির্মূল, চুরি, বাল্য বিবাহ রোধ, ইভটিজিং, নারী নির্যাতন, বিভিন্ন অপরাধ নিবারণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধিসহ স্খানীয় নাগরিকদের সহযোগিতা কামনা করেন অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।

সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দুদু মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বিট অফিসার এসআই মো. মহিবুর রহমান, এএসআই মো. নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতামত জানান।