সিলেট প্রতিনিধি //
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে এই ৮ পিস স্বর্ণের বার জব্দ করে বিমানবন্দর কাস্টমস ককর্তৃপক্ষ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ১২টার দিকে দুবাই থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটের বিমান থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা ইনজামাম উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিমানের ভেতর যাত্রীবিহীন সিট থেকে ৮পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের পরিমাণ ৯২৮ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.