• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক: রিজভী

admin
প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৫ ০০:৪৬:০৩
স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক: রিজভী

ছবি- সংগৃহীত।
অনলাইন প্রতিবেদক //


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের দাবিকে “দুরভিসন্ধিমূলক” বলে মন্তব্য করেছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “যে গণতন্ত্রের জন্য এত জীবন উৎসর্গ হয়েছে, সেই গণতন্ত্র ফেরাতে সরকারকে ভোটের জন্য চূড়ান্ত সময়সীমা (ডেডলাইন) দিতে হবে। তার আগে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার দ্রুত সম্পন্ন করা জরুরি।”