কুষ্টিয়া প্রতিনিধি //
কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের দুই দিন পর টেইলার্স মালিকের দ্বিখণ্ডিত মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে সন্ধান মিলেছে। রোববার দুপুরে মর্গ থেকে মরদেহ শনাক্ত করেছেন নিহতের স্বজনরা।
নিহত টেইলার্স মালিক পৌরসভার ২নং ওয়ার্ডের এলঙ্গীপাড়া গ্রামের বীরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে বিনয় বিশ্বাস (৫৫)। অনুপম টেইলার্স নামে কুমারখালী বাজারে তার টেইলার্স রয়েছে।
জানা যায়, শুক্রবার সকালে টেইলার্স মালিক বিনয় বিশ্বাস দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে বাড়িতে না ফিরলে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না মিললে ওই রাতেই কুমারখালী থানায় সাধারণ ডায়েরি করা হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে রোববার দুপুরে বিনয় বিশ্বাসের দ্বিখণ্ডিত মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে রয়েছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করেন তার পরিবার।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা শাটল ট্রেন পাঁচুরিয়া রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে অজ্ঞাত ব্যক্তি রেললাইনে মাথা দেন এবং দ্বিখণ্ডিত হয়ে মারা যান। পরিচয় না মেলায় মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়।
কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, শুক্রবার টেইলার্স মালিক নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি করেন তার পরিবার। রোববার রাজবাড়ী সদর হাসপাতাল মর্গ থেকে রেলে কাটা দ্বিখণ্ডিত নিখোঁজ টেইলার্স মালিকের মরদেহ শনাক্ত করেছেন তার স্বজনরা। এ বিষয়ে রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.