বিশেষ প্রতিনিধি //
বাংলাদেশের অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, "বাংলাদেশ একটি অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে, যেখানে ভারত এবং চীনের মতো দুই মহাশক্তির মধ্যে অবস্থান করছে। এই ভূ-অর্থনৈতিক পরিস্থিতি আমাদের জন্য সুবর্ণ সুযোগ তৈরি করেছে। আমাদের দেশে বিস্তৃত সমুদ্র উপকূল এবং হিমালয়ের কাছে বিপুল শক্তির উত্স যেমন হাইড্রো-পাওয়ারের সম্ভাবনা রয়েছে, যা শুধু প্রতিবেশী দেশগুলোর জন্যই নয়, আমাদের জন্যও সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের উপকূলভূমি ও সমুদ্রবন্দরগুলি ব্যবহার করে কুমিল্লা থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত অর্থনৈতিক অঞ্চলের জন্য কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে সমুদ্রপথে মালামাল পরিবহনের সুবিধা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ থেকে নেপাল, ভুটান ও ভারতের পূর্বাঞ্চলের সেভেন সিস্টারস-এ সহজে ব্যবসা চলাচল সম্ভব হবে।"
এছাড়া, তিনি উল্লেখ করেন, "নেপাল এবং ভুটান সমুদ্রের সুবিধা পায় না, তবে বাংলাদেশ তাদের সমুদ্রপথের দরজা খুলে দিতে পারে। এই সহযোগিতা থেকে শুধু বাংলাদেশই লাভবান হবে না, বরং প্রতিবেশী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে।"
"বিভিন্ন প্রতিবেশী দেশের জন্য এই অর্থনৈতিক অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের পারস্পরিক সহযোগিতা আমাদের দেশ ও প্রতিবেশীদের জন্য নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে।"—এমনটাই জানান তিনি।
ভিডিও দেখুন: https://youtu.be/AlhSt398Yts?si=9j1emkjg5SqoD9VQ
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.