শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজাররের শ্রীমঙ্গলে শশ্মানঘাট কালিমন্দিরের চোরাই মালামাল উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত ২ যুবককে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের শাহীবাগ এলাকায় রাম রতন রাম্বানিয়া সার্বজনীন শশ্বানঘাট কালিমন্দির চুরি সংঘটিত হয়। চোরচক্র মন্দিরের উপরের টিনের চাল কেটে মন্দিরের ভিতর প্রবেশ করে স্বর্ণালংকার, বিভিন্ন জিনিসপত্রসহ দান বাক্সের ভিতর রাখা টাকা চুরি করে পালিয়ে যায়।
এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি ঘটনার মন্দির পরিচালনা কমিটির সদস্য বিজয় দেব শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম দিক নির্দেশনায় এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের কালীঘাট রোডের আব্দুল খালেকের ছেলে শ্রাবন (১৯) ও সোনারবাংলা রোডের সমছু মিয়ার ছেলে মুজিবুর রহমান (২৫) কে আটক করেন।
অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিতে চোরাইকৃত ৩টি পিতলের থালা ও নগদ ১২৫৫ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.