• ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

admin
প্রকাশিত ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ১৬:১৭:৫০
জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //


সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে সোমবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়ন এলাকায় দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে।

নিহত যুবক হলেন- জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল গ্রামের নিরেন্দ্র দাসের ছেলে কাজল দাস (২২)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে কাজল নিজ বাড়ি যাওয়ার পথে লালাখাল চারিকাটা বাজার এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি সংশ্লিষ্ট সূত্র। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে ঘাতক সহ ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।

নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন।