প্রতীকী ছবি।
মৌলভীবাজার, স্টাফ রির্পোটার //
মৌলভীবাজারে বেদড়ক পিটিয়ে নিজের শিশু সন্তান মাহিদ (৭)'কে হত্যা করেছে মাদকাসক্ত পিতা খোকন মিয়া।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনাটি ঘটে মৌলভীবাজার জেলার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে।
পরে ঘটনার সংবাদ পেয়ে ঘাতক পিতাকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মাহিদ বিছানায় মল ত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে ঘরের বাহিরে এনে ব্যাপক ভাকে পিটাতে থাকে ঘাতক পিতা খোকন। এক পর্যায়ে শিশু মাহিদ সেখান থেকে পালিয়ে প্রতিবেশি যবেদা খাতুন এর ঘরে আশ্রয় নিলে সেখান থেকে ফের ধরে এনে উপর থেকে মাটিতে ছুড়ে মাড়েন। এর পর শিশু মাহিদের দুই পা ধরে কংক্রিটের পিলারে সাথে আছাড় দিতে থাকলে শিশু মাহিদের নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করে। এ সময় প্রতিবেশি যবেদা বেগম শিশুটিকে রক্ষা করতেও ব্যর্থ হন। এমন পরিস্থিতিতে শিশুটির অবস্থ সংকটাপন্ন হওয়া খোকন মিয়া নিজেই শিশু মাহিদকে নিয়ে হাজির হন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। পরে সেখানকার দ্বায়িত্বরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ওই ঘটনায় সদর উপজেলার জেলগেট এলাকা থেকে খোকন মিয়াকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.