
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //
সিলেটের জৈন্তাপুরে বুনিয়াদি (পূর্ব-পুরুষদের) ঐতিহ্য ধরে রেখেছেন ৫নং ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া ও হরিপুরের গ্রামের লোকজন। প্রতি বছর শীত মৌসুমে পুরনো ঐতিহ্য হিসেবে বাওড় ডোয়ার বিলে পলো বাওয়া উৎসব পালন করে থাকেন গ্রামের লোকজন। কিন্তু এবার দুই বছর পর শীত মৌসুমের মধ্যখানে ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ উৎসব পালন করেছেন।
এতে অংশগ্রহণের জন্য আগাম প্রস্তুতিতে বাস ও বেথের তৈরি পলো নিয়ে সকাল থেকে বিলের পাড়ে দুই গ্রামের শত শত লোকজন ভিড় জমান। ঘড়ির কাঁটা ১২টায় পৌঁছামাত্রই পলো নিয়ে লোকজন বিলের পানিতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় অনেকেইে বড় বড় বোয়াল, রুই, কাতলা, আইড় ও শোল মাছসহ বিভিন্ন ধরনের মাছ শিকার করেন।
গ্রামের প্রবীণ মুরব্বি ও ইউ/পি সদস্য আব্দুর রকিব মেম্বার দ্য ডেইলিমর্নিংসান’কে বলেন, প্রায় শতবছর এর বেশি দিন ধরে তাদের পূর্বপুরুষদের দেয়া তারিখ অনুযায়ী প্রতি বছরের শীত মৌসুমে ওই বিলে পলো বাওয়া উৎসব পালিত হয়ে আসছে। ওই বিলটি তাদের দুটি গ্রামের মালিকানা বলে তিনি জানান। ফলে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া মাছ তারা ধরেন।
পলো বাওয়া উৎসবের আনন্দ যুবক ও বৃদ্ধের চেয়ে ছোট ছোট শিশুদের মধ্যে একটু বেশি। তারা তাদের বাবা-চাচা-দাদা-মামা-নানা-ভাইয়ের হাত ধরেই এ উৎসব দেখতে আসেন তারা।
এদিকে এই পলো বাওয়া উৎসব দেখতে, জৈন্তাপুর -গোয়াইনঘাট -কানাইঘাট উপজেলার লোকজন দূর-দূরান্ত থেকে সকাল হতে না হতে দল বেঁধে ছুটে আসেন বাওড় ডোয়ার বিলের পাড়ে।
ঘন্টা ব্যাপী এই পলো বাওয়া উৎসবে মাছ শিকার করে দুই গ্রামের লোকজন আনন্দের সাথে মাছ নিয়ে বাড়িতে ফিরেন।
মতামত জানান।