জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //
সিলেট-তামাবিল মহাসড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত ও আহত হয়েছেন আরও দুইজন। নিহত মহিলা হলেন-কানাইঘাট উপজেলার বরবন এলাকার দুলাল আহমেদের স্ত্রী জুমারা বেগম।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কে উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার জাফলংগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সিলেটগামী একটি গ্যাস চালিত অটোরিকশা সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা ওই মহিলা যাত্রী নিহত হন।
দূর্ঘটনায় নিহত মহিলার ছেলে মেহেরাব সহ সিএনজি চালক নুরুল ইসলাম আহত হয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জাফলংগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো- ব-১৪-২০৯৯) এর সাথে সিলেটগামী সিএনজি চালিত অটোরিকশা ( সিলেট-থ-১২-৮৮৭৩) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুমারা বেগমকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান।
তিনি জানান খবর পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তিনি আরো জানান পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে ঘাতক বাসটিকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে।
সংবাদ পড়ুন, মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.