• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জ-লাখাই সড়কে ট্রাকের ধাক্কায় মৎস ব্যবসায়ীর মৃত্যু

admin
প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি, বুধবার, ২০২৫ ১৫:৪৬:০৯
হবিগঞ্জ-লাখাই সড়কে ট্রাকের ধাক্কায় মৎস ব্যবসায়ীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি //


হবিগঞ্জ-লাখাই সড়কে ট্রাকের ধাক্কায় এক মৎস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে।

নিহত ব্যক্তি হলেন- হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বেকিটেকা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল মজিদ (৫৫)।

স্থানীয়রা জানান, আব্দুল মজিদ বুধবার সকালের দিকে তার নিজ পুকুরে মাছ ধরে বাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তিনি রাস্তা পারাপারের সময় লাখাই থেকে হবিগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে আব্দুল মজিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবালিত গাড়িটি আটক করা সম্ভব হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতল মর্গে পাঠিয়েছে।

মতামত জানান।