• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে মেধা যাচাই পরীক্ষার ফলাফল প্রকাশ

admin
প্রকাশিত ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ১৩:১৩:৩৮
মৌলভীবাজারে মেধা যাচাই পরীক্ষার ফলাফল প্রকাশ

স্টাফ রির্পোটার, মৌলভীবাজার //


মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) এর মেধা যাচাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ক্রিয়েশন ইনস্টিটিউটের কনফারেন্স হলে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর উদ্যোগে আয়োজিত জেলা ব্যাপি মেধা যাচাই পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব,জেলা ব্যাপী মেধা যাচাই পরীক্ষার নির্বাহী পরিচালক (সার্বিক) মো. শফিকুল ইসলাম, মহাসচিব মিজানুর রহমান রাসেল, যুগ্ম মহাসচিব ওয়াসিম আহমেদ নিশান, সাংগঠনিক সচিব এম জুনেদ আহমদ, যুগ্ম সাংগঠনিক সচিব কামরুল হাসান,প্রোগ্রাম চেয়ারম্যান ও যুগ্ন অর্থসচিব কামরান চৌধুরী,জেলা দাপন কাপন ও সৎকার টিম এর টিম মেম্বার জাবেদ আহমদ প্রমুখ।

গত নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য মৌলভীবাজার সরকারি কলেজে কেন্দ্রে আয়োজিত বৃহৎ এই বৃত্তি পরীক্ষায় সারা জেলা থেকে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেখান থেকে ২৩০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৫ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্টিত হবে।

মতামত জানান।