
স্টাফ রির্পোটার, সিলেট //
সিলেট মহানগরীর লালবাজার এলাকার আবাসিক হোটেল বাগদাদ থেকে এক ব্যবসায়ির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যবসায়ি হলেন- ঢাকা মিরপুর ১২ নম্বর এর আব্দুল বারেকের ছেলে শামসুল আলম (৫০)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হোটেল বাগদাদের একটি কক্ষ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এসএমপি কোতোয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ব্যবসায়িক কারণে ঢাকা থেকে সিলেটের এই আবাসিক হোটেলে উঠেন তিনি। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কক্ষ থেকে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন হোটেল কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ের সত্যতা দ্য ডেইলিমর্নিংসান’কে নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্ত রির্পোটের পরে বিস্তারিত জানা যাবে। এছাড়া তার পরিবারকে জানানো হয়েছে।
নিয়মিত সংবাদ পড়ুন, মতামত জানান।