ঢাকা //
বাংলাদেশে মেরুদন্ডওয়ালা সাংবাদিক পাওয়া খুব মুশকিল এমন মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম। একই সাথে সাংবাদিকের বিরল প্রশংসা করেন তিনি।
সম্প্রতি গণমাধ্যমের সামনে বক্তব্য রাখছিলেন শফিকুল আলম। সেখানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা যে সময়টার কথা বলছি, সেই সময় মাহফুজুল্লাহ ভাই অনন্য ছিলেন। আমরা দেখেছি, অনেকে প্রেস ক্লাবের সামনে প্রটেস্ট করেছেন, অনেকে দূরে থেকে ফেসবুকে অ্যাক্টিভিজম করেছেন। কিন্তু মাহফুজুল্লাহ ভাই খুব সামনে থেকে টিভি ন্যারেটিভ যেটা তৈরি হচ্ছে, সেটাকে কনফার্ম করেছেন।
তিনি আরো বলেন, উনি কতটা সাকসেসফুল হয়েছেন, সেটা পরের বিষয়। কিন্তু উনি যা করেছেন—"আমি জানি না, আপনার ন্যারেটিভ আমি নেব না। আপনি যে ন্যারেটিভটা ইম্পোজ করতে চাচ্ছেন, আমি সেটার মধ্যে ফাঁক দেখছি। সেটার মধ্যে ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ দেখছি"—এই যে কথা, এই বলে ফেলা!
এরপর সাংবাদিকতায় বাংলাদেশের ইতিহাসের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে মেরুদণ্ডওয়ালা সাংবাদিক পাওয়া খুব মুশকিল। আর বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকদের পাওয়ারফুল পিপলের সাথে ইতিহাসও খুবই বাজে।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.